দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

005দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসরে বক্তারা বলেছেন, সাহিত্য মানুষকে আলোর পথে এগিয়ে নিয়ে যায়। সাহিত্য ছাড়া মানুষ কখনো উন্নত জীবন আশা করতে পারে না। বিধায় মানুষকে বার বার সাহিত্যের কাছেই যেতে হয়।
গত ২৪ জুলাই শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদ সভাপতি মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর পরিচালনায় আসরে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াশিল্পী সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি। আসরে লেখাপাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন গীতিকার আনোয়ার হোসেন মাষ্টার, কবি এনামুল হক লস্কর, কলামিস্ট জ্যোতিষ মজুমদার, এডভোকেট সুব্রত দাস, কবি কয়েছ আহমদ জেমী, কবি সৈয়দ মক্তদা হামিদ, প্রভাষক এম.বি লিটন, সজিব আহমদ প্রমুখ।
আসরে শহরতলীর বাদেআলী গ্রামের কিশোর রাজন হত্যা সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা ও সুষ্ঠু বিচার দাবী করেন।

Developed by: