ক্রিকেটের বাইরেও চাহিদা বেড়েছে ক্রিকেটারদের

08ভারতের মতো বাংলাদেশের বিজ্ঞাপনেও এখন অনেকটা জায়গা দখল করে নিয়েছে ক্রিকেট খেলোয়াড়রা। সাকিব আল হাসান অনেক দিন থেকেই রাজত্ব করছেন বিজ্ঞাপন জগতে। ক্রিকেটারদের মধ্যে সাকিব আছেন সবার উপরে। প্রায় দশটিরও বেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আছেন তিনি। কম যান না অধিনায়ক মাশরাফিও।

বৃহঃস্পতিবার দ্য জাঙ্গল নামে একটি রেস্টুরেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে মাশরাফি কথা বলেন বিজ্ঞাপন প্রসঙ্গে। তিনি বলেন, ‘এখন আরো অন্তত ২০টি প্রস্তাব এসে পড়ে আছে। গত কিছুদিনে এনডোর্সমেন্ট তো যথেষ্ট করলাম। সব মিলিয়ে সাতটি হয়ে গেছে। আর কত?’
সতীর্থদের কথা বলতে গিয়ে বেশ মজা করেই বলেন, ‘এখন আর ওদের সঙ্গে সশরীরে দেখা করতে হয় না। রাস্তায় বেরোলেই দেখি এখানে সাকিব-তামিম তো ওখানে মুশফিক।’ তার মতে, ‘ভারতে যেটা হয়,সেটা এখন বাংলাদেশেও হচ্ছে। আগে দেখতাম ভারতীয় ক্রিকেটাররা বিজ্ঞাপনের নিয়মিত মুখ। এখন তো ওদের চাহিদা আরো বেশি। চাহিদা বেড়েছে আমাদের ক্রিকেটারদেরও।’

এটাকে দলের ভাল পারফরম্যান্সের প্রতিফলন বলেই মনে করেন তিনি, ‘সাকিব-তামিমের চাহিদা আগে থেকেই ছিল। অন্যদের চাহিদা অবশ্য বাড়তে শুরু করেছে বিশ্বকাপের আগে থেকে। আসলে আপনি কেমন খেলছেন, তার ওপরই আসল চাহিদাটা নির্ভর করে। মানুষের প্রত্যাশা তৈরি হয়। আরো বেশি মানুষ ক্রিকেট ফলো করতে শুরু করে। ভারতীয়রা ক্রিকেট বেশি ফলো করে বলেই ওদের ক্রিকেটারদের এনডোর্সমেন্টের হিড়িক পড়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের এখন ভালো সময় যাচ্ছে। আমি মনে করি, বিজ্ঞাপনের বাজারে ক্রিকেটারদের ব্যাপক চাহিদা সেই সময়টিকেই প্রতিনিধিত্ব করছে।’

সূত্রঃ কালের কণ্ঠ

Developed by: