স্বাধীনতার স্বপ্ন থেকে আজকের বাংলাদেশ। স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৬নং টুকের বাজার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে গতকাল শুক্রবার রাত ৮টায় শহরতলী তেমুখী ভাইপাস পয়েন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয। উক্ত আলোচনা সভায় ৬নং টুকের বাজার ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো: জিল্লুর রহমান জিল্লু সভাপতিত্বে সদস্য সচিব মো: জাহেদ আহমদ এর পরিচলানায়,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: ফারুক আহমদ,প্রধান বক্তা হিসাবে ব্কতব্য রাখেন ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সদর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মো: আফতাব হোসেন সিরাজী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: শাহাজান আহমদ,৬নং টুকের বাজার ইউনিয়নের আওয়ামীলী সভাপতি আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল মুকিত,সদর উপজেলা যুবলীগ নেতা মো: কুতুব উদ্দিন, অন্যান্যও মাঝে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য আল আমিন,জুনেদ আহমদ,সুহেল আহমদ,সেলিম আহমদ,গোলাম হোসেন,বক্কও হোসেন,আজিজ,ফয়েজ আহমদ মো: ময়না মিয়া,ফানু মিয়া,নুর আহমদ, ইয়ামিন হোসেন,আবু বক্কর,এমরান আহমদ,মিজানুর রহমান,হাবিব মোল্লা,রুবেল আহমদ,ইফতেখার আহমদ রফি,সুমন আহমদ, সজিব আহমদ,মনফর,আকমল,ইকবাল,নাছির,কবির,সাজু,লিটন,সুহেল,বিমল বিশ্বাস রুবেল আহমদ ও তাজ উদ্দিন প্রমুখ।