সিলেট সিটি কর্পোরেশন এর জননন্দিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১আগষ্ট মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে আরিফ মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরিফ মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদ এর আহবায়ক আব্দুর রকিব চৌধুরী, রজব আহমদ, হুমায়ুন কবির সুহিন, আহমদ জিলু, সৈয়দ আমিরুল হক সলিভ, ফখরুল ইসলাম পান্না, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, আশরাফ উদ্দিন রুবেল, হাজী দিনার, জাহাঙ্গীর হোসেন, মোঃ আলী চৌধুরী, ফয়জুল হক রাজু, এলিন শেখ, এনামুল হক, ফরহাদ আহমদ, শেখ নয়ন, কয়েস আহমদ, তোহা, জুমেল, আলী আব্বাস, মুহিবুর রহমান, মামুন আহমদ, বাহার, রুবেল, শামীম, ফয়েজ আহমদ, রাজা আহমদ, মুনীর, শোভন, রানা, বেসরকারী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদল নেতা আমিরুল ইসলাম চৌধুরী, জিসান, পাপলু তালুকদার, মুক্তা আহমদ, শামীম আহমদ, মাসুম আহমদ, হেলাল আহমদ প্রমুখ। দোয়া মাহফিলে পরিষদ এর আহবায়ক আব্দুর রকিব চৌধুরী বলেন, জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে ষড়যন্ত্র মূলক কারাবন্দি রাখায় তিনি শারিরিক অসুস্থতায় ভুগছেন। অবিলম্বে সিলেট বাসীর অভিবাবক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে মুক্তি দিয়ে সিলেট এর উন্নায়ন অব্যাহত রাখার আহবান এবং সকলের কাছে তার সুস্থতায় দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি।
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মাটিভির সিলেট বিভাগীয় ইনচার্জ কয়েছ গাজী
মাইটিভির সিলেট বিভাগীয় ইনচার্জ ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি , মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজীর ছেলে কয়েছ গাজী ও তার সহধর্মীকে সংঙ্গে নিয়ে সংপ্তি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। বুধবার তিনি বাংলাদেশ বিমানের একটি ফাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা ফষপযন। তিনি সেখান এক মাস থাকবেন।