জাতীয় শোক দিবস উপলক্ষে সিএনজি অটোরিক্্রার মালিক সমিতি গঠনের লক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

02জাতীয় শোক দিবস ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলে এবং সিলেট জেলা সিএনজি অটোরিক্্রার মালিক সমিতির গঠনের লক্ষে গতকাল শনিবার বিকাল ৩টায় সময় নগরীর দক্ষিণ সুরমা বঙ্গবীর রোর্ড এলাকায় এক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট জেলা সিএনজি অটোরিক্্রার মালিক সমিতির আহবায়ক মিকিটি সভাপতি আলহাজ্ব মো: শাহার মিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায়,এসময় উপস্থি বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিক্্রার মালিক সমিতির আহবায়ক কমিটির সহ সভাপতি লাল মিয়া,জামিল আহমদ লিটন,সহ সাধারণ সম্পাদক মো: জালাল আহমদ,সদস্য হানিফ মিয়া,মতছির মিয়া,ইমরান আহমদ,বেলাল আহমদ,মুছা মিয়া,জাতির হোসেন, আলাল আহমদ আকাশ,আনছার মিয়া,এনাম চৌধুরী,অন্যান্য মাঝে বিভিন্ন স্থান থেকে আগতরা গাড়ীর মালিক গ্রহন উপস্থিত বক্তব্য রাখেন বেলায়েত হোসেন আমির,ইমরান আহমদ,এনামূল হক চৌধুরী,মুহিন আহমদ,শহিদুল ইসলাম,কয়েছ আহমদ,সামসুল আলম, মো: আনোয়ার মিয়া,এহসানুল হক সানু,শাব্বির আহমদ,নজরুল ইসলাম,বাবুল মিয়া,সামসুল আলম,কালা মিয়া,রাজু মিয়াসহ সিলেট জেলার বিভিন্নস্থান থেকে সিএনজি অটোরিক্্রা মালিক গহন উপস্থিত ছিলেন এসময় সভায় সকলে এক যোগে বলেন আমরা প্রতি গাড়ী মালিক গ্রহন এখন না খেয়ে ছেলে মেয়েদের লেখাপড়া খরচ কিভাবে বহন করে যাবো । এবং প্রতিটি কিস্তির গাড়ী গুলো বিভাবে কিস্তি দিবো..? সরকারে কাছে আমাদের বাদী হলো যে সরকারের মাধ্যোমে আগে রাস্তা তৈরী করে চলাচলে ব্যবস্থা করা হউক। পরে আমাদের সিএনজি উপর হাইয়ে রাস্তার উপর নিষেধাজ্ঞা করা হলে আমরা গাড়ী মালিক সেটি মেনে নিবো। আমরা তো এদেশের নাগরিক তাহলে আমাদের উপর ঐ নিষেধাজ্ঞা কেন..? প্রমুখ।

Developed by: