মঙ্গলবার দিবাগত রাতে দণি সুরমার আনন্দবাজারে রশিদ ম্যানশন ও জয়নাল ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দণি) বাসুদেব বণিক। এদিকে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে দিলোয়ার হোসেন নামক একজনের নামোল্লেখ করে এ ঘটনায় দণি সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার ভোর রাতে জয়নাল ফার্নিচারের অফিস রুমে হঠাৎ আগুন দেখা যায়। প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় দণি সুরমা থানায় দিলোয়ার হোসেন নামে একজনকে আসামি করে এবং আরো কয়েকজন্যকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৪/৩০-০৭-১৫।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীরা আগুনে পুড়ে যাওয়া মার্কেটের সামনে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও য়তি পুরণের দাবিতে মানববন্ধন পালন করেছেন। এসময় ঘটনাস্থান পরিদর্শন করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দণি) বাসুদেব বণিক।
তিনি ব্যবসায়ীদের আশ্বস্থ করে বলেন, জড়িতদের গ্রেফতার করা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বৃহত্তর কামাল বাজার ব্যাবসায়ীরা হলেন লিটন দেবনার্থ, কমল দেবনাথ, মো: ইলিয়াছ আলী, ইমরান আহমদ, রফিক আহমদ, ফরিদ মিয়া, ময়না মিয়া, জয়নাল আবেদীন, শফিক মিয়া, আনছার মিয়া, দবির মিয়া, রশির মেম্বার, কালো মিয়া, রশিদ মিয়া, অমর দা, কালাচান বাবুল, সমশের মিয়া, আব্দুল খালিক, সমর দা, সেলিম আহমদ, সবুজ মিয়া ও লাল মিয়া প্রমুখ।