টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ,ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট ,মাউশি অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয ঢাকা-বাংলাদেশ (অতিরিক্ত সচিব) শ্রী বনমালী ভৌমিক বলেন তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশ আজ বিশ^মানের শিক্ষার সাথে পরিচিত। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে। বিশ^মানের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ বিদেশে নেতৃত্ব দিতে শুরু করেছে। তিনি উল্লেখ করেন বলেন আমার পিতা ঐ স্কুলের শিক্ষক ছিলেন এবং আমিও স্কুলের ছাত্র ছিলাম এবং আজ আমি স্কুলের প্রধান অতিথি হিসোব পরিচিতি সভায় এসে নিজেকে গর্ভর মনে করেন বলে শিক্ষা চাড়া কোন জাতি উন্নত হতে পাড়ে না আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে ছাত্র-ছাত্রীরা গত শনিবার বিকাল ৪টা সময় সিলেটস্থ নগরীতে দিঘল বাক হাই স্কুলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। উক্ত পরিচিতি সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপানা পষদের সভাপতি আজিজুল হক শীবলী সভাপতিত্বে দিঘল বাক হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নিজামুল ইসলাম এর পরিচালনায়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট মাই টিভির বিভাগীয় ইনচার্জ দেওয়ান কয়েছ গাজী,এডভোকেট আনছার খান, দিঘল বাক ইউনিয়নের সাবেক চেয়াম্যান আবু সাইদ,বিশিষ্ট মুরব্বী শাহ আশরাফ আলী, দিঘল বাক হাই স্কুলের প্রাপ্তন প্রধান শিক্ষক সাইস্তা মিয়া জাগিদার, দিঘল বাক সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও লিয়াকত ভবন ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর,দিঘল বাক হাই স্কুলের ছাত্র আনহার মিয়া,ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ প্রাপ্তন প্রিনন্সিপাল নাজমুল হোসেন মরতুজা ও কবি সাহিত্য নিলোফা ইসলাম প্রমুখ।