ধর্মঘটের সমর্থনে রেল ষ্টেশন, টিলাগড় ও চন্ডিপুল গোল চত্বর শাখার বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

002সিলেট জেলা অটো রিক্রাাসা শ্রমিক ইউনিয়ন ৭০৭ শাখার অন্তভোক্ত রেল ষ্টেশন, টিলাগড় ও চন্ডিপুল গোল চত্বর শাখার উদ্যোগে শ্রমিকদের উদ্যোগে গতকাল শ্রমিক ধর্মঘট চলাকালে হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে শুরু করে চন্ডিপুল হয়ে তেলী বাজার গিয়ে বিােভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নতুন রেল ষ্টেশন শাখার সভাপতি মোঃ হিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়ূজ উল্লাহ, সদস্য ফারুক মিয়া, আমির মিয়া, রফিক মিয়া, নজরুল ইসলাম বাবলা, মমত্জা উদ্দিন, কামাল আহমদ, টিলাগড় শাখার সভাপতি নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আওয়াল খান, সাংগঠনিক সম্পাদক আলেক খান, সদস্য শাহ আলাউদ্দিন কালাম, ্উজ্জ্বল আহমদ, সাবেক অন্যতম সদস্য হারুণ আহমদ. সুজন আহমদ, আব্দুর রহিম ঝাড়–. সাবেক সিনিয়র সদস্য জব্বার আহমদ, চন্ডিপুল গোল চত্ত্বর শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সদস্য আব্দুর রহিম, শরিফ আহমদ, মরম আহমদ, আলমগীর মিয়া, হেলাল মিয়া, ইকবাল আহমদ প্রমুখ।

Developed by: