প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাথে সাংবাদিক মাহমুদ হাফিজের মতবিনিময়

এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স থেকে 003প্যারিস-বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে প্যারিসে আগত বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মাহমুদ হাফিজের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গার দো নোর্দে অবস্থিত প্যারিস-বাংলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমি ভয়েজের চেয়ার ম্যান এইচ এম হায়দার , লেখক খান আনোয়ার হোসেন,প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লুত্ফুর রহমান বাবু, বিশিষ্ট পুথি শিল্পী কাব্য কামরুল,প্যারিস-বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক নয়ন মামুন,প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, ফরিদ আহমদ পাটুয়ারী রনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন
প্রচেষ্টা এড মিডিয়া চেয়ারম্যান মোজাফফর হোসাইন দিপু।
মতবিনিময় কালে বক্তারা বলেন, প্রবাসে কিংবা দেশে যেখানেই একজন সাংবাদিক অবস্থান করেন না কেন দেশ ও মাতৃকার জন্য তার রয়েছে অতীব ণ্ডরুত্বপূর্ণ ভূমিকা। তাই প্রবাসেও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন ও লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে । জাতি হিসেবে সেটাই আমাদের গৌরবপূর্ণ প্রতিভূ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

Developed by: