ময়নূর রহমান বাবুল – এর সদ্য প্রকাশিত দু’টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামী ২৫শে আগস্ট

01সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘পলল’ এর উদ্যোগে আগামী ২৫শে আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ ডারবীশায়ার ষ্ট্রীট-এর অক্সফোর্ড হাউসে কবি ও গল্পকার ময়নূর রহমান বাবুলের সদ্য প্রকাশিত ‘নীল জলে নীল বিষ’ ‘নিগূঢ় পরম্পরা’ নামক দুইটি গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব ও পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও লেখক প্রফেসর অমর্ত্য সেন।

প্রকাশনা উৎসব আয়োজিত অনুষ্ঠান মালায় রয়েছে- বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা এবং গল্পপাঠ ইত্যাদি।

অনুষ্ঠানকে প্রানবন্ত ও সফল করতে বিলাতে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও অনুরাগীদের সবান্ধব উপস্থিতি কামনা করা হয়েছে।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ: গোলাম আকবর মুক্তা- ০৭৯৮৪৪৭২৪০৩, আব্দুস সামাদ-০৭৫৩৮৩০৩৮৬৩।অথবা সাংস্কৃতিক সংগঠন পলল এর সভাপতি, ফারুক যোশী-০৭৯৫৮৪৯৩২৩৬, সম্পাদক, আনোয়ারুল ইসলাম

Developed by: