মাইটিভির সিলেট বিভাগীয় ইনচার্জ ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি , মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজীর ছেলে কয়েছ গাজী ও তার সহধর্মীকে সংঙ্গে নিয়ে সংপ্তি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। বুধবার তিনি বাংলাদেশ বিমানের একটি ফাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা ফষপযন। তিনি সেখান এক মাস থাকবেন।