রোটারি কাব অব রিজেন্সীর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

007রোটারি কাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস সপ্তাহে উপলে রোটারি কাব সিলেট রিজেন্সী নেতৃবৃন্দ শুক্রবার জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের বাসিন্দা মনো দেবনাথের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা অবমুক্তকরণ উপলে আয়োজিত সংপ্তি বক্তব্যে কাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মতিন (এমপিএইচএফ) বলেন,‘ সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে-এই শ্লোগান কে সামনে রেখে এবারের মৎস সপ্তাহ উদযাপিত হচ্ছে। তারই অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস সপ্তাহ পালন করেছে রোটারি কাব অব রিজেন্সী। আজকে আমরা মনো দেবনাথের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছি যাতে এই পরিবারটির সারা বছরের প্রানিজ-আমিষের চাহিদা পূরণ হয়। এভাবে সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রোটারী কাব অব সিলেট রিজেন্সীর সেক্রেটারী আমিনুল ইসলাম, সদস্য অধ্য আব্দুল মুকিত আজাদ, তানভির আহমদ, জমির আলী, ও মোহন মিয়া।

Developed by: