রোববার এইচএসসির ফল প্রকাশ

145চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কাল ৯ আগস্ট রবিবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত ২৬ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের পূর্বনির্ধারিত এ তারিখ ঘোষণা করেন।

ফল প্রকাশ উপলক্ষ্যে শিক্ষামন্ত্রী রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফলের সারসংক্ষেপ পেশ করবেন। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পৌনে ১১ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

Developed by: