উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) এবারও সাফল্য ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষা কার্যক্রমে ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় কলেজ অধ্যক্ষ কমান্ডার এম. সাইফুল ইসলাম (ট্যাজ) পিএসসি, বিএন ক্যাডেট অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল, দেশপ্রেমিক মানবসম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে এবং আগামী দিনগুলোতে সাফল্যের এই ধরা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।