কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই

005এক সময়ের জনপ্রিয় গায়িকা ফরিদা ইয়াসমিন আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তির দুসপ্তাহ পর তিনি মারা যান বলে তাঁর পরিবার সূত্র জানিয়েছে।

ফরিদা ইয়াসমিন কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনের বোন। তাদের পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তারা পাঁচ বোনের মধ্যে চার বোনই গান করেন।

নীলুফা ও সাবিনা ছাড়া আরেক বোন ফওজিয়া খানও কণ্ঠশিল্পী।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার রাতে ফরিদার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল লাশ সেগুনবাগিচার বাসায় নেওয়ার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
– See more at: http://www.deshebideshe.com/news/details/54890#sthash.TzoydWeo.dpuf

Developed by: