জেনি ও তানভীর খান বললেন ‘কবুল’

004বাগদানের দুই মাস না পেরোতেই বিয়ে করে ফেললেন অভিনয়শিল্পী-মডেল জেনি ও টিভি অনুষ্ঠান প্রযোজক তানভীর খান। তাদের চারহাত এক হয়ে গেলো গতকাল শুক্রবার (৩১ জুলাই)।

রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে দুই পরিবারের সদস্য এবং বর-কনের ঘনিষ্ঠ বন্ধু ও বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন।

গত ৫ জুন জেনির অনামিকায় আংটি পরিয়ে দেন তানভীর। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

জেনি টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। আর তানভীর কর্মরত আছেন চ্যানেল নাইনে।

Developed by: