সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের দক্ষিণ পাড়ার ৪৫০ ফুট রাস্তা সৈয়দ জালাল হোসেন শামীম নিজ অর্থায়নে ইট সলিং এর কাজ উদ্বোধন করেন মঙ্গলবার । উদ্বোধন উপলক্ষ্যে মোহাম্মদ পুর কেন্দ্রীয় জামেয়া মসজিদের মুহাজ্জিন সাহেব দোয়া পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নান, আব্দুল ওয়াহাব, শরিহত উল্লাহ, ইনতাজ্জ উল্লাহ, রওশন আলী, মুজিবুর রহম্না বকুল, মাহমদ আলী, দুলু মিয়া, সফু মিয়া, সেলিম মিয়া, সফর আলী, মহুর আলী, সোহেল আহমদ, রফিজ উল্লাহ, হোসেন আলী, মমতাজ আলী, চমক মিয়া, ছালিক মিয়া প্রমুখ। সহযোগিতায় লুৎফুর রহমান, জাবের আহমদ, তাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, সেবুল আহমদ প্রমূখ।