‘আজ একটি চারা রোপন করলে আগামী দিন বাচঁবে ধরিত্রী’- এই শ্লোগান কে সামনে রেখে রোটারি কাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে শুরু হয়েছে বৃ রোপন কর্মসূচী। এরই অংশ হিসেবে শুক্রবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোকামবাজারস্থ রামপুর স্কুল প্রাঙ্গনে রোপন করা হয় বৃরে চারা।
বৃরোপন উপলে কাব প্রেসিডেন্ট রোটরিয়ান আব্দুল মতিন (এমপিএইচএফ) তার বক্তব্যে বলেন, দূষনের কবলে পড়ে সুন্দর এই পৃথিবী ক্রমস ধূসর হয়ে যাচ্ছে। ক্রমেই বসবাসের অনপুযোগী হয়ে পরছে এই ধরিত্রী। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেটেও এখন নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। সেই তুলনায় গাছ লাগানো হচ্ছেনা। আমাদের সকলের দায়িত্ব এই পৃথিবীকে একটি বাসযোগ্য গ্রহ হিসেবে করে গড়ে তোলার জন্য বেশি করে গাছ লাগানো। আগামী প্রজন্মের সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য প্রচুর গাছ লাগাতে হবে ।
বৃরোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারী কাব অব সিলেট রিজন্সীর নেতৃবৃন্দ।