গত কাল ১৭ নভেম্বর দুপুরে বাসিয়া অফিসে কবি সাহিত্যিকদের আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশ নেন কবি কামরুন নাহার চৌধুরী শেফালী, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়া, বাসিয়া সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, গীতিকার সৈয়দ আতিকুল ইসলাম চিশতি, মাজেদুর রহমান শিপন ও আকরাম হোসেন। প্রাণবন্ত এই বিকেল পর্যন্ত চলে। পরে কামরুন নাহার চৌধুুরী শেফালীর সৌজনে মিষ্টিমুখ করানো হয়।