যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংস্থা সোনালী স্বপ্ন বাংলাদেশের তত্ত্বাবধানে সিলেটে একটি বৃদ্ধাশ্রম ও নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরীর উপকন্ঠ এয়ারপোর্ট রোডের উন্দারপাড়া এলাকায় এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লে সোমবার বৃদ্ধাশ্রম ও নারী পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় প্রত্যাশীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আশ্রয় ও সেবা প্রত্যাশী নারীদের সুখ-দুঃখের কথা শুনেন সংগঠনের কর্মকর্তারা। সুবিধা বঞ্চিত বৃদ্ধা মহিলারা তাদের জীবনের নানা সমস্যা অসুবিধা ও সহযোগিতা পাওয়ার কথা তুলে ধরেন। এসময় গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভা বলেন, জীবনের শেষ সময়ে আমাদের বৃদ্ধা মা বোনেরা নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকেন। অনেক পরিবারে দেখা যায় ছেলেরা বউ নিয়ে মাকে বাড়িতে রেখে অন্যত্র জীবন যাপন করেন। যে কারণে অনেক বৃদ্ধ মহিলাকে রোগে শোকে ভুগে নিদারুন কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। পাশাপাশি অনেক বৃদ্ধা মহিলা মাথা গোজার ঠাই পর্যন্ত হারিয়ে পথে পথে দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। সেসব মহিলাদের মুখে একটু খানি হাসি ফোটাতে তাদের জন্য কিছুটা সাহায্যের হাত বাড়াতে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এখানে তারা থাকবেন, খাওয়া-দাওয়া করবেন, হাসি-খুশি ও নিরাপদ ভাবে বসবাস করবেন, সে রকম ব্যবস্থা করা হবে। শুধু তাই নয় বৃদ্ধাশ্রমের পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে মেয়েদের জন্য একটি কারিগরি প্রশিণ কেন্দ্র ও ছোট এবং বড়দের জন্য আরবী ও বাংলা শিাকেন্দ্র ।
শোভা মতিন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তার প্রয়াস অব্যাহত থাকবে। সামাজিক এসব কর্মকান্ড বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এর আগে এই প্রকল্প নিয়ে এলাকার মুরব্বীদের সাথেও এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের সহযোগী সংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়ের আহমদ শেপুল।