সালমানের প্রথম প্রেম

বাসিয়া ডেস্ক : ভারতীয় অভিনেতা সালমান খানের প্রেমিকাদের ব্যাপারে গণমাধ্যমের পাশাপাশি ভক্তদেরও আগ্রহের কমতি নেই। ‘দাবাং’ খানের প্রথম প্রেমিকা হিসেবে সব সময় সঙ্গীতা বিজলানির নাম উচ্চারিত হলেও সম্প্রতি একটি বইতে উঠে এসেছে অন্য একজনের নাম।

সালমানের জীবনের নানা তথ্যে ঠাসা একটি বইয়ের লেখক দাবী করেছেন যে, তার প্রথম প্রেমিকার নাম শাহিন জাফরি। অভিনেতা অশোক কুমারের নাতনি শাহিন জাফরির সঙ্গে সালমানের সম্পর্কের সূত্রপাত হয় মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, ঐ লেখক শাহিন জাফরির ভাতিজি কায়রার সাক্ষাৎকার থেকে উদ্ধার করেছেন এই তথ্য। পেশাদার মডেল শাহিন জাফরির সঙ্গে সালমানের অনেক দিন সম্পর্ক ছিলো। পরে সালমনের জীবনে সঙ্গীতা বিজলানি আসার পর শাহিন একটি এয়ারলাইন্সে চাকরি নিয়ে চলে যান।

সঙ্গীতার পর সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের নাম সালমানের নামের সঙ্গে উচ্চারিত হয়েছে। শোনা যাচ্ছে এখন রোমানিয়ান মডেল লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে প্রেম করছেন তিনি।

Developed by: