মিজান মোহাম্মদ : দেশের অন্যান্য পৌরসভার সাথে সাথে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায়ও ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দেয়া শুরু করেছেন। তবে শীত থাকায় সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম রয়েছে । বেলা বাড়ার বাড়ার সাথে সাথে ভোটারদের সারি দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তন্মধ্যে সিলেট জেলার ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব পৌরসভায় মেয়র পদে ৭৫ জন, কাউন্সিলর পদে ৫৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এসব নির্বাচনী এলাকার ৩ লাখ ৪০ হাজার ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন আজকের ভোটযুদ্ধের দিকে।