দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসরে বক্তারা বলেছেন, নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে লেখকদের লেখার উন্নতি সাধন করতে হবে। তবেই ভালো লেখা বেরিয়ে আসবে। বক্তারা আরো বলেন, কবি সাহিত্যিকদের লেখার মাধ্যমে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
গত ১১ ডিসে¤^র শুক্রবার বিকেলে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকার কার্যালয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি এম মোশাইদ খান। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক সাইদুর রহমান সাইদ, কবি প্রবন্ধিক মুহাম্মদ তবারক আলী।
আসরে লেখা পাঠ করেন ছড়াশিল্পী তারেশ কান্তি তালুকদার, কবি দেওয়ান মতিউর রহমান খান, কবি হরিপদ চন্দ, কবি সৈয়দ আছলাম হোসেন, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি এম আলী হোসাইন, আখতার হোসেন, মাছুম আহমদ প্রমুখ।