‘বাজিরাও মাস্তানি’ শত কোটির ঘরে

বাসিয়া ডেস্ক : মুক্তির নবম দিনে এসে শত কোটির রুপি আয় করতে পারলো দিপিকা পাড়ুকোন-রানভির সিং-প্রিয়াঙ্কা চোপড়ার ‘বাজিরাও মাস্তানি’। শাহরুখ খান ও কাজলের ধীর হয়ে আসা ‘দিলওয়ালে’র জয়রথকেও প্রায় ধরে ফেলেছে সঞ্জয় লিলা বানসালির ঐতিহাসিক প্রেমের উপাখ্যান।

মুক্তির প্রথম সপ্তাহ পেরুতেই লড়াইটা হয়ে গিয়েছিল একপেশে। তবে মোট আয়ে এগিয়ে ছিল রোহিত শেঠির ‘দিলওয়ালে’। মুক্তির দুদিনে ৪০ কোটি রুপি কামিয়ে ফেলা ‘দিলওয়ালে’র আয়ের চাকা শ্লথ হতে শুরু করে তৃতীয় দিন থেকেই। আর প্রথমে ঢিমে তালে শুরু করা ‘বাজিরাও মাস্তানি’র টিকেট বিক্রি এবং দর্শক সমাগম বেড়েই চলেছে প্রতিদিন।

বড়দিনের ছুটিটাও আশীর্বাদ হয়ে এসেছে বানসালির সিনেমাটির জন্য। ২৫ ডিসেম্বর ‘দিলওয়ালে’ যেখানে আয় করেছে ৮ কোটি ১১ লাখ রুপি, সেখানে ‘বাজিরাও মাস্তানি’ তুলে এনেছে ১২ কোটি ২৫ লাখ রুপি। নবম দিনে শুধু ভারত থেকেই এখন ‘বাজিরাও মাস্তানি’র আয় ১০৮ কোটি ৭০ লাখ রুপি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইটে মিললো ‘বাজিরাও মাস্তানি’র আয়ের হিসেবটি।

“বাজিরাও মাস্তানি দ্বিতীয় সপ্তাহে পার করলো ১০০ কোটি। শুক্রবার ১২.২৫ কোটি, শনিবার ১০.৩০ কোটি। মোট ১০৮ কোটি ৭০ লাখ রুপি।”

মুক্তির সপ্তম দিনে এসে শত কোটির অঙ্ক ছোঁয়া ‘দিলওয়ালে’র ভারতে মোট আয় দাড়িয়েছে ১২৫ কোটি ৪৬ লাখ রুপিতে। খুব শিগগিরই রানভির-দিপিকার প্রেমের আখ্যান শাহরুখ-কাজলের পর্দা রসায়নকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষক তারান আদার্শ, “খেলা ঘুরে গেছে। ‘বাজিরাও মাস্তানি’ এগুচ্ছে দারুণভাবে, আর পিছিয়ে পড়ছে ‘দিলওয়ালে’। সিনেমা দুটির সাফল্যের ফারাক কমছে। শিগগিরই সেরার খেতাব নিতে যাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’।”

ভারতের বেশ কিছু জায়গায় প্রদর্শনী নিষিদ্ধ হলেও মারাঠা সেনানায়ক বাজিরাও আর মুসলমান মাস্তানির প্রেমকাহিনি দর্শক এবং সমালোচক-উভয় মহলেই পেয়েছে গ্রহণযোগ্যতা। এ সিনেমার বদৌলতে রানভির সিং এ বছরের অ্যাওয়ার্ড আসরগুলোতে রাজত্ব করতে চলেছেন বলেই মনে হচ্ছে।

Developed by: