বিচ্ছেদের পথে এগুচ্ছেন ক্যাট-রানবির?

শোনা যাচ্ছে রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এমনকি বিচ্ছেদ ঘটাটাও অস্বাভাবিক কিছু নয়। আর সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে রানবিরের ঘনিষ্টতাই এর কারণ।

সূত্রের বরাত দিয়ে সেলিব্রিটি গসিপ ওয়েবসাইট নাইনএক্সই বলছে, ‘তামাশা’র প্রচারের কাজে অনেকটা সময় দিপিকার সঙ্গে কাটিয়েছেন রানবির। তাদের ঘনিষ্টতা আর সবার সঙ্গে চোখে পড়েছে ক্যাটরিনারও।

সম্প্রতি জি কিউ ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয় সাবেক প্রেমিকার সঙ্গে রানবিরের কাজ করার বিষয়টি কিভাবে দেখেন তিনি। উত্তরে রানবিরকে ইঙ্গিত করে ক্যাট বলেন, “আমার জীবনে যেসব মানুষ আছেন তাদের ওপর আমি আমার ইচ্ছা চাপিয়ে দিতে পারি না। তাদের নিজস্ব পছন্দ আছে। সেগুলো নিয়ে আমি খুশি নাও হতে পারি, তবে আমি আশা করতে পারি যে তারা পরিপক্ব বা বিকশিত হওয়ার সাথে সাথে তাদের পছন্দও বদলাবে! ”

২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমে পড়েন দিপিকা-রানবির। এক বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে ক্যাটরিনার সঙ্গে জুড়ে যায় রানবিরের নাম।

২০১৪ সালের শেষের দিকে বাবা ঋষি কাপুরের বাড়ি ছেড়ে ক্যাটরিনার সঙ্গে আলাদা অ্যাপার্টমেন্টে বসবাস করা শুরু করেন রানবির।

Developed by: