মৌলভীবাজার পৌরসভার একটি কেন্দ্রে উত্তেজনা : ভোটগ্রহণ সাময়িক স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর শহরে সকাল থেকে স্বাভাবিকভাবে ভোট চললেও ১০টার দিকে মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী অলিউর রহমানের নিজ কেন্দ্রে আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে কয়েক ধফায় হাতাহাতির ঘটনা ঘটে।

এমতাবস্থায় প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখেন। পরে বিজিবি এবং পুলিশের উপস্থিতে পরিস্থিতি শান্ত হলে পূনরায় ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে ভোট কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Developed by: