মিজান মোহাম্মদ : নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে গতকাল বুধবার নবীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট যুদ্ধ। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। প্রথমে ভোটার উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে আইন শৃংখলা রাকারী বাহিনী ছিল তৎপর। তবে শ্বাশুরীর ভোট জাল করে দিতে গিয়ে কেন্দ্রে আটক হন হেলেনা বেগম নামের এক গৃহবধূ। পরে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজেস্ট্রিট। নির্বাচনে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ)- ৫ হাজার ৬ শত ২১ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭ শত ৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানা(জগ) পেয়েছেন ২ হাজার ৯ শত ৭৫ ভোট। জাপার মনোনিত প্রার্থী মাহমুদ চৌধুরী (লাঙ্গল) ৮৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল জোবায়ের চৌধুরী(মোবাইল) পেয়েছেন ৩৫ ভোট।
৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৭ সালে গঠিত এই পৌরসভায় ১৬হাজার ১শত ৯৫ জন ভোটারের মধ্যে এবার ১০টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭শত ১ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
নবীগঞ্জ পৌরসভার ১০টি কেন্দ্র কেই ঝুকিপূর্ণ চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। তাই প্রতিটি ভোটার নির্ধিদ্বায় ভোট দিতে প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ ও প্রতি ৩টি কেন্দ্রে ১টি করে মোবাইল টিম, র্যাবের ১টিম, ২টি টিম আনসার ভিডিপি ও বিজিবি মোতায়েন ছিল। এছাড়াও নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও জুটিশিয়াল ম্যাজিস্ট্রিট সকল কেন্দ্র পরিদর্শন করেছেন।
এদিকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে- ১ নং ওয়ার্ডে- জাকির হোসেন (উটপাখি), ২নং ওয়ার্ডে- সুন্দর আলী (উট পাখি). ৩নং ওয়ার্ডে- আব্দুস সালাম(উট পাখি), ৪নং ওয়ার্ডে- প্রানেশ দেব(টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে- এটিএম সালাম (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে- জাহেদ চৌধুরী(উট পাখি), ৭ নং ওয়ার্ডে- কবির মিয়া(উট পাখি), ৮নং ওয়ার্ডে বাবুল দাশ (টেবিল ল্যাম্প), ৯নং ওয়ার্ডে- মো: আলাউদ্দিন(টেবিল ল্যাম্প)।
সংরতি আসনের মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন- ১,২,৩- ফারজানা আক্তার পারুল (কাচি), ৪,৫,৬- রোকেয়া বেগম (ব্যানিটি ভ্যাগ), ৭,৮,৯- সৈয়দা নাসিমা বেগম (কাচি)।