উপশহরে সীমান্তিকের কার্যালয়ে অগ্নিকাণ্ড

মিজান মোহাম্মদ : সিলেট নগরীর উপশহরস্থ এনজিও সংস্থা সীমান্তিকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোমবাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে উপশহর এ ব্লকের ৭ নং রোডের ১২/৩ নম্বর বাসার ৫ম তলায় অগ্নিকান্ডের সূত্রপাত। ছয় তলা বিশিষ্ট ওই ভবনের ৫ম তলায় কয়েক হাজার কম্বল রাখা ছিল। অগ্নিকান্ডের লেলিহান শিখায় পুড়ে যায় সবগুলো কম্বল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে, সীমান্তিকের কোন কর্মকর্তা বাসার ভেতরে ছিলেন না। খবর পেয়ে সীমান্তিকের সাধারণ সম্পাদক শামীম আহমদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে আসেন।

Developed by: