ক্রিমিনাল লিগ্যাল এইড সিস্টেম পরিবর্তনে পিছু হটলো ব্রিটিশ সরকার

ব্রিটেনে বিদ্যমান ক্রিমিনাল লিগ্যাল এইড সিষ্টেমে এ বছর বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করা হলেও আপাতত তা হচ্ছে না।

ব্রিটেনের জাষ্টিস সেক্রেটারি মাইকেল গ্রোভ বলেছেন,পুলিশ স্টেশন ও ম্যাজিষ্ট্রেট আদালতে বর্তমানের চেয়ে দুই তৃতীয়াংশ ডিউটি সলিসিটর কমানোর ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা ছিল তা আপাতত আর এগুচ্ছে না। একই সাথে লিগ্যাল এইড ফি ৮.৭৫ ভাগ কাট করার যে সরকারি পরিকল্পনা ছিল আগামি ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ব্রিটেনের মিনিষ্ট্রি অব জাষ্টিস বিষয়টি নিয়ে এখন আলাদা ৯৯টি আইনী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে জাষ্টিস সেক্রেটারি মাইকেল গ্রোভ লিখিত মিনিষ্ট্রিয়াল স্টেটম্যান্টে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, পুলিশ স্টেশন ও ম্যাজিষ্ট্রেট আদালতে ডিউটি সলিসিটরদের কন্টাক্টস কাটের সরকারী পরিকল্পনা কার্যকর হলে ক্রিমিনাল বিভিন্ন মামলা বা অভিযোগে অভিযোগযুক্ত বা আটককৃতরা আইনী সেবা থেকে বঞ্চিত হবার ঝুঁকি বাড়ত। একই সাথে আইনী সেবায় লিগ্যাল এইডের বরাদ্ধ কমলে এক্ষেত্রে বিচারপ্রার্থীর ব্যয়ও বেড়ে যেত।

এটি বাস্তবায়ন হলে, আর্থিক সীমাবদ্ধতা ন্যায় বিচার পাবার ক্ষেত্রে বিচারপ্রার্থীর জন্য বাধাঁর কারণ হয়ে দাঁড়াতো বলেও অনেকে মত দিয়েছেন। ব্রিটেনে এশিয়ান এবং বিশেষ করে বাঙ্গালী কমিউনিটিতে ডমেস্টিক ভায়োলেন্স, এস্যাইলামের মতো স্পর্শকাতর আইনী ক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধাবঞ্চিতরা সরকারের ডিউটি সলিসিটরদের কাছ থেকে আইনী সেবা পেয়ে আসছেন।

লেবারের শ্যাডো জাস্টিস সেক্রেটারি লর্ড ফ্যালকনার এ ব্যাপারে প্রতিক্রিয়ায় বলেছেন, সরকারের পরিকল্পনা ভেস্তে গেছে।

Developed by: