স্টাফ রিপোর্টার : আগামী ২১ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিলেট আগমনকে সুন্দর ও সফল করার লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট জেলা ছাত্রলীগ। এজন্য জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নানা কর্মসুচীও গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর সিলেট আগমন সফলে নানা কর্মসুচি ঘোষনা করা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৪ জানুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা, ১৬ জানুয়ারি গোলাপগঞ্জ উপজেলায়, ১৭ জানুয়ারি বিশ্বনাথ, ১৮ জানুয়ারি জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কর্মী সভা এবং ১৯ জানুয়ারি সিলেট সদর ও দক্ষিন সুরমা উপজেলায় গণ সংযোগ ও মোটর শোভাযাত্রা।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, ২১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন। এদিন তিনি আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দিবেন। এই জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে আমাদের প্রস্তুতি স্বরূপ উপজেলা গুলোর কর্মী সভা।