সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে ….আবু জাহিদ

01 copyসুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, আমাদের লেখালেখির মূল ভিত্তি হতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। লেখকদের নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ মূল্যবোধের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, সাহিত্যের মাধ্যমে সামাজিক অসংগতিকে তুলে ধরে গণমানুষকে সচেতন করার জন্য লেখকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতির বিবেক হিসেবে খ্যাত লেখক সমাজের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে।
তিনি গতকাল ৮ জানুয়ারি শুক্রবার মাসিক বাসিয়া পত্রিকার উদ্যোগে পত্রিকার স্টেশন রোডস্থ কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক মো. কাচা মিয়া এবং প্রবাসী কবি এম মোসাইদ খানকে নিয়ে এক অন্তরঙ্গ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দণি সুরমা ডিক্রি কলেজের অধ্য মো. শামসুল ইসলাম, প্রবাসী সমাজসেবী এম এ হাসিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সুবহান। কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালি।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিকর্মী মো. আনহার আলী। আলোচনা, লেখাপাঠ ও গানে অংশ নেন মাকুন্দা সম্পাদক মো. খালেদ মিয়া, কবি উত্তম কুমার চৌধুরী, প্রভাষক জ্যোতিষ মজুমদার, গল্পকার জসিম আল ফাহিম, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি এম আলী হোসাইন, কবি মোহাম্মদ মিজান, কবি সুব্রত দাশ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কবি আবদুল বাসিত মোহাম্মদ, কবি কানিজ আমেনা কুদ্দুস, শিক ইউনুছ আলী, চিত্রশিল্পী টিটন কান্তি দাশ, রিয়াদ আকন্দ, সাকিব মিজি, মো. পংকি মিয়া, মাছুম আহমেদ, মুকিত খান, মো. মোস্তাক খান, মো. আখতার আলী, বিজয় সজিব, রাহেল আহমদ, নুরুল হক, মো. আব্দুল মালিক ও মোহাম্মদ ইকবাল হোসেন।

Developed by: