স্বামী-সংসার ছেড়ে রুপালি পর্দায় প্রভা। অনেক ব্যস্ততা। শিডিউল পেতে পরিচালকদের লম্বা লাইন। রাত-দিন এফডিসিতে শুটিং। সবাইকে সময়ও দিচ্ছেন। এমন এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’। সেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন প্রভা।
নাটকটি নির্মাণ করছেন সুমন আনোয়ার। রচনাও তাঁর। গল্পের খাতিরেই নাটকটির শুটিং চলছে এফডিসিতে।
এফডিসিতে নাটকটির শুটিংয়ের গিয়ে কথা হলো পরিচালকের সঙ্গে। সুমন আনোয়ার জানালেন, তাঁর প্রথম সিনেমা ‘কয়লা’-এর প্রস্তুতি নিতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তাই নিয়েই নাটকটির গল্প। তাঁর ভাষায়, ‘সিনেমা বানানো যে একটা বহুমাত্রিক যুদ্ধ, তা-ই এখানে দেখিয়েছি। দর্শকেরা অনুভব করতে পারবেন সিনেমা বানানো কতটা কঠিন। একজন পরিচালককে যে কত কিছু ম্যানেজ করতে হয়।’
নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সুমন আনোয়ার। তা-ও পরিচালক সুমন আনোয়ার হয়েই। এ ছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শ্যামল মাওলা, শাহেদ আলী সুজন, সুষমা সরকারসহ অনেকেই।
সুমন আনোয়ার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি একটি স্যাটেলাইট চ্যানেলে এই ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে।