স্টাফ রিপোর্টার : কারিগরি এবং পেশাগত ক্যাডার পদে ৩৪ ও ৩৫তম বিসিএস পরীক্ষার নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় দুই বিসিএস’র মেধাবীদের নিয়োগ দেওয়া হবে।
সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এককালীন শিথিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ৩৪ তম বিসিএস থেকে ৪৭২টি এবং ৩৫তম বিসিএস এ ১ হাজার ৮০৩টি শুন্যপদ পূরণে মেধাবীদের নিয়োগ দেওয়া সংক্রান্ত প্রস্তাব কেবিনেটে অনুমোদন দেওয়া হয়েছে। দুই বিসিএস পরীক্ষায় কারিগরি ও পেশাগত ক্যাডার পদ পূরণ হয়নি। কেবল এই বার এমন সুযোগ দেওয়া হবে। অন্য কোনো বিসিএস-এ এমন সুযোগ থাকছে না।

