বলিউডের ‘লাভশুদা’ ছবিতে পড়শি’র গান

আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউডের ছবি ‘লাভশুদা’। আর এই ছবির ‘মার জায়ে’ গানটি নতুন করে গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী পড়শি। টিপস মিউজিকের ব্যানারে বাংলা ভাষার মিশ্রণে তৈরি হয়েছে গানটি। ছবিতে গানটির গায়ক আতিফ আসলাম। ২৬ জানুয়ারি টিপস মিউজিক পড়শির কণ্ঠের এই গানটি প্রকাশ করেছে।

টিপস মিউজিকের ফেসবুক পেইজে পড়শির এই গানটির একটি পোস্টার দেয়া হয়েছে। ইতিমধ্যে পড়শির এই গানের ভিডিওটি ভালোই সাড়া পাচ্ছে।এই গানের ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাজ ইসলাম। গানটির সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি।

পড়শি কাছ থেকে জানা যায়, টিপস মিউজিকের সঙ্গে তার দেড় বছরের চুক্তি হয়েছে। এবং তাদের প্রযোজনার গান গাইবেন তিনি। শুধু ছবির গান নয়, একক গানও গাইবেন পড়শি। অক্টোবরে আর একটি গান গাইবেন বলে জানিয়েছেন।

Developed by: