বাসিয়া ডেস্ক : মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্ট হিসেবে দুর্দান্ত অভিনয় করে জিতে নিয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। প্রথম দক্ষিণ এশীয় অভিনয়শিল্পী হিসেবে এই পুরস্কার পেয়ে ইতিহাস গড়ার পর এবার হলিউডি সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো টিভি সিরিজ ‘বেওয়াচ’ এবার আসছে বড় পর্দায়। সেখানেই অভিনেতা ডোয়েইনন জনসন এবং জ্যাক এফ্রনের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
‘বেওয়াচ’ সিনেমাটির গল্পটি আবর্তিত হয়েছে সমুদ্র উপকূলে জীবনরক্ষাকারী বাহিনিকে নিয়ে, যার প্রধান হিসেবে দেখা যাবে ডোয়েইন জনসনকে। আর অলিম্পিকে অংশ নেয়া এক সাবেক খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে এফ্রনকে।
সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ সিজে পার্কারের চরিত্রটির জন্য এর মধ্যেই নাম লিখিয়েছেন মডেল কেলি রোরবাখ। সিরিজে এই চরিত্রে অভিনয় করেছিলেন পামেলা অ্যান্ডারসন। জানা গিয়েছে সিনেমায় খলচরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
সেথ গর্ডনের পরিচালনায় খুব শিগগিরই শুরু হবে সিনেমাটি শুটিং। ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ততার মধ্যেও এতে কাজ করবেন প্রিয়াঙ্কা। টুইটারে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবিও পোস্ট করেছেন রক জনসন।