‘সিআর সেভেন’ হওয়ার গল্প শোনালেন রোনালদো

বাসিয়া ডেস্ক : ফিফা ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো শুনিয়েছেন ‘সিআর সেভেন’ হওয়ার গল্প।

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে মূল অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন এবারের ফিফা ব্যালন ডি’অরের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি, নেইমার ও রোনালদো।

সেখানেই এক প্রশ্নের জবাবে জানালেন ৭ নম্বর জার্সি পাওয়ার ঘটনাটি।

ক্যারিয়ারের শুরুতে স্বদেশের ক্লাব স্পোর্তিংয়ে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। এরপর ২০০৩-০৪ মৌসুমে পাড়ি জমালেন ম্যানচেস্টার ইউনাইটেডে; সেখানে এসেও ২৮ নম্বর জার্সিই চেয়েছিলেন। কিন্তু ওই সময়ের ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন তাকে বলেন, “না, তুমি ৭ নম্বর জার্সি পরবে।”

কোচের এ কথায় নাকি একটু ভয়ই পেয়েছিলেন রোনালদো। কারণটাও বললেন, “আমি জানতাম যে, ডেভিড বেকহ্যাম এই জার্সি পরতো।”

৭ নম্বর জার্সিকে আরও পরিচিত করে তোলেন রোনালদো। এই জার্সিতেই তিনবার জেতেন বর্ষসেরার পুরস্কার। এখন ব্র্যান্ডেই পরিণত হয়েছে ‘সিআর সেভেন’।

Developed by: