কি অ্যান্ড কা ছবির নতুন পোস্টার এখন ভাইরাল। পোস্টারে কারিনা কাপুর খান আর অর্জুন কাপুরকে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে। আর সেই দেখেই কি গোঁসা হয়েছে সাইফ আলি খানের?
অসম্ভব নয়। কারিনা প্রথমে ঠিক করেছিলেন বিয়ের পর তিনি গুডগার্ল হয়ে যাবেন। চুমুটুমু একেবারেই খাবেন না। কিন্তু কোথায় কী। পেশার খাতিরে সে সব জলাঞ্জলি দিয়ে দিয়লেন তিনি। প্রমিজ যে করা হয় ভাঙার জন্যই। তাই তো কি অ্যান্ড কা-তে অর্জুন কাপুরকে রোম্যান্টিকভাবে চুমু খেলেন বেবো বেগম। একেবারে ঠোঁটে ঠোঁট রেখে। আর পরিচালক বাল্কিও এবং প্রযোজক ছবির এই লুকটি প্রকাশ করার জন্য কিনা বেছে নিলেন ভ্যালেন্টাইনস ডে-কেই। নবাবের গোঁসা হবে না?
অবশ্য সত্যিই গোঁসা হয়েছে তাই বা কে জানে। সইফ ইন্ডাস্ট্রির কাজ কারবার সম্পর্কে অবহিত। ফলে রাগ তিনি করবেন না বলেই মনে হয়। এ সবই নিন্দুকদের রটনা। কিন্তু ছবির যে লুকটি প্রকাশ পেয়েছে, তা নবাব খানের মনে ছ্যাঁকা দেওয়ার জন্য যথেষ্ট।
কি অ্যান্ড কা রিলিজ় করছে ১ এপ্রিল। ছবিটি প্রযোজনা করছে এরোজ় ইন্টারমন্যাশনাল। পরিচালনা করছেন আর বাল্কি। করিনা কাপুর ছবিতে ওয়ার্কিং লেডির ভূমিকায় অভিনয় করছেন। আর অর্জুন কাপুরের চরিত্রটি এক হাউজ় হাজব্যান্ডের। তাঁরা ছাড়াও ছবিতে আছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।