গত ১৫ ফেব্রয়ারি সোমবার সন্ধ্যায় প্রবাসী কবি আসমা মতিনের মনোরতœ
কাব্যগ্রন্থের মোড়ক উন্মাচন করা হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক লেখক ও
মুক্তিযুদ্ধ গবেষক জেবউননেছা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
কবি টিমুনী খান রীনোর সাবলিল উপস্থাপনায় মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন
বইটি প্রকাশক ও বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার মোহাম্মদ নওয়াব
আলী, জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি গীতিকার এম আর মনজু, মাসিক সরগম
পত্রিকার সম্পাদক রওনক জাহান, বাংলা একাডেমির প্রটকল অফিসার তারেক সজিব
ও কবি এ এস আকরাম হোসেন প্রমুখ।