মাঠের পারফরমেন্সের সঙ্গে একজন ক্রিকেটারের আচরণও হতে হয় বিশ্বমানের। খেলোয়াড়দের মাঠের আরচণ নিয়ে বেশ কড়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। মাঠের বড়কর্তা আম্পায়াররা যে সিদ্ধান্ত নেবেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে ক্রিকেটারদের। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অশোভন কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে ভারতীয়রা সবসময়ই বাড়াবাড়ি করে মাঠে। তাদের শারিরীক অঙ্গভঙ্গিতে আচরণের বহি:প্রকাশ দেখা যায়।
যদিও বিশ্বজুড়ে ক্রিকেট ভদ্রলোকের খেলা বলেই পরিচিত হয়ে আসছে। তারপরও অনেক ক্ষেত্রে অভদ্ররাও এক্ষেত্রে এগিয়ে থাকছেন। অনেকক্ষেত্রে দেখা যায় মোড়লদের ক্ষেত্রে অনেকেই বিষয়টাকে বাড়াবাড়ি দেখছেন না আবার অনেকে সাহসও পাচ্ছেন না অযথা বড়কর্তাদের সাথের ঝামেলায় না জড়ানোর। ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যস্থল ভারত। অগ্রজরা চালাচ্ছেন ক্রিকেটের প্রশাসন পথ, অনুসরণ করে অনুজরাও দাদাগিরি করতে চান মাঠে। তবে ক্ষেত্র বিশেষ তাদের শাস্তি/জরিমানা হলেও অনেক সময়ই তারা পার পেয়ে যান।
আম্পায়ারদের প্রতি ভারতীয়দের সম্মান কতটুকু তা বিশ্বনন্দিত আম্পায়ার সাইমন টোফেলের উক্তিতে প্রমাণ পাওয়া যায়। আম্পায়ারদের প্রতি ভারতীয় ক্রিকেটারদের সম্মান কম, তাই ভারতীয়রা গুণগত আম্পায়ার পান না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আম্পায়ারদের পরামর্শক হিসেবেও দায়িত্ব নেয়ার পর তিনি একথা বলেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটারদেরকে আম্পায়ারদের প্রতি যথাযথ সম্মান দেখানোর পরামর্শও দেন।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছে আম্পায়ারিং বিতর্ক। বাংলাদেশের আম্পায়ার সারফুদ্দৌলা সৈকতের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতের ক্রিকেটাররা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন আম্পায়ারের সঙ্গে। আর ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি সম্ভবত গালিই দিয়েছেন আম্পায়ারকে! ঘটনাটি পাকিস্তানের ইনিংসের পঞ্চম ওভারে। আশিস নেহরার বলে খুররাম মনজুরকে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন ভারতের ক্রিকেটাররা। বেশ কিছুক্ষণ আবেদনের পরও আম্পায়ার আউট না দেওয়ায় কিছুটা ক্ষেপেই গিয়েছিলেন কোহলিরা। ওভার শেষ হওয়ার পর আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে ধোনিকে।
আর কোহলি আম্পায়ারের সিদ্ধান্তের পর পরই দেখিয়েছেন চরম অসহিষ্ণু আচরণ। টেলিভিশন রিপ্লে দেখে মনে হয়েছে যে, আম্পায়ার সারফুদ্দৌলাকে অশ্রাব্য একটি গালিই দিয়ে বসেছেন ভারতের এই তারকা ক্রিকেটার। কোহলির এই আচরণ ক্রিকেটারসুলভ কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে।