সবাই জানেন বোলিংয়ের সাথে সাথে ব্যাট হাতেও বেশ ভয়ংকর টাইগার দলপতি মশিরাফি বিন মর্তুজা। ছন্দে থাকলে বাঘা বাঘা বোলারদের নাকে জল এনে দেন মাশরাফি। তাই বলে মুস্তাফিজও ভয় করেন মাশরাফিকে!
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মহাপরাক্রমশালী ব্যাটসম্যানদের বলে-কয়ে যিনি আউট করেছেন সেই মুস্তাফিজই নাকি ভয় করেন মাশরাফিকে! এমনটি বললেন খোদ মাশরাফি।
বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার দলনেতা জানালেন, ‘কারো বিপক্ষে বল করতে ভয় পায় না মুস্তাফিজ।’ এসময় মজা করে ম্যাশ বলেন, ‘ কেবল আমার বিপক্ষেই বল করতে ভয় পায় সে।’
ভারতের বিপক্ষে ম্যাচে যে মুস্তাফিজই সবচেয়ে বড় ফ্যাক্টর সেটি অকপটেই স্বীকার করলেন মাশরাফি।
‘ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। তাই তাদের হারাতে হলে আমাদের তিনটি বিভাগেই ভালো করতে হবে। ফলাফল না ভেবে আমরা আত্মবিশ্বাসের সাথেই ম্যাচটি খেলতে চাই। তবে মুস্তাফিজের মতো বোলার থাকলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়।’
নতুন এই পেস সেনশেসনের বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘ও এমন একজন বোলার, তাকে সামলানো যেকোনো ব্যাটসম্যানের পক্ষে খুব কঠিন। তার মতো বৈচিত্র্যময় বোলিং আমি বিশ্বের খুব কম বোলারের মধ্যে দেখেছি। সে বাংলাদেশ দলের জন্য একটা সম্পদ।’
যাকে নিয়ে এতো আলোচনা। এটা তাকে চাপে ফেলে দিবে নাতো? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ এগুলো সম্পর্কে কিছুই জানে না। আর জানলেও এগুলো নিয়ে চিন্তা করার মতো মানুষ নয় সে। মুস্তাফিজ চাপ নেওয়ার ছেলেও নয়।’
নিভর্রশীলতার সাথে সাথে মাশরাফি এটাও স্মরণ করে দেন, `একা ওর পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সবাইকে সহায়তা করতে হবে। এটা নিশ্চিত মুস্তাফিজ যা পারবে এটা অন্য কেউ পারবে না। কিন্তু আমরা সবাই যদি সহায়তা করি তাহলে ভারত কেন যে কোনো দলকে হারানো সম্ভব।’

