অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর সবচে’ বেশি রানের রেকর্ডের পর এবার সবচে’ বেশি উইকেটের রেকর্ড ভাগাভাগি করলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর আগে ২০০৮ সাল থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে সবচে’ বেশি উইকেটের রেকর্ডটি ছিল পাকিস্তানের ইমাদ ওয়াসিমের। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ৭৩টি উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। নামিবিয়ার একটি উইকেট তুলে নিয়ে মিরাজের উইকেট সংখ্যাও দাঁড়িয়েছে ৭৩।