সৌদি সুন্দরী মডেলকে বিয়ে করলেন ইরফান পাঠান

বিয়ে করলেন ইরফান। অসংখ্য নারী অনুরাগীদের মনে দুঃখ দিয়ে বৃহস্পতিবার জেদ্দার এক তরুণীকে বিয়ে করেন ইরফান। সৌদি আরবের মক্কার হারেম শরিফে বছর একুশের সাফা বেগকে নিকাহ করেন তারকা বোলার।

ইরফানের পরিবার সূত্রে খবর, বছর দুয়েক ধরে একে অপরকে চেনেন ইরফান এবং সাফা। আইপিএল নাইনে রাইজিং পুনে দলে জায়গা হয়েছে ইরফানের। সাফা পাবলিকেশন্স ফার্মে মডেল হিসেবে কাজ করেন। জানা গেছে, ৩ মাস পূর্বেই ইরফান ও সাফার এনগেজমেন্ট সম্পন্ন হয়।

Developed by: