মিজান মোহাম্মদ : জয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখার নিয়মিত সাহিত্য আসর গত ৪ মার্চ শুক্রবারকালে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে অনুস্টিত হয়।
জেলা সভাপতি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি গীতিকার সামসুল আলম সেলিম, বাংলাদেশ পয়েট্স ক্লাবের চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, খেলাঘর সিলেট জেলা সভাপতি ছড়াশিল্পী তাজুল ইসলাম বাঙালি।
আসরে লেখাপাঠ করেন, উপন্যাসিক সিরাজুল হক, কবি এম এ লাহিন, সৈয়দ মুক্তদা হামিদ, দেবব্রত রায় দিপন, আশু কুমার কর, মোঃ জয়নাল আবেদিন প্রমুখ।