আগামী ১৬ মার্চ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিছনা গ্রামে বসতে যাচ্ছে ১৬তম এমরুল কয়েস লোক উৎসব। ভোর ৬টা থেকে এ উৎসব সারাদিন চলবে। এবারের এ উৎসব উদ্বোধন করবেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার নির্বাচনী এলাকার সংরতি মহিলা আসনের এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানারা রব্বানী। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভাপতিত্ব করবেন লোক উৎসবের প্রতিষ্ঠাতা ডা. এমরুল কয়েস।
সারাদিন ব্যাপী লোক উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউলরা বাউল গান পরিবেশন করবেন। এবং উৎসবে শতকণ্ঠ সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। উৎসবে সকল ভাবুকপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য উৎসবের প্রতিষ্ঠাতা ডা. এমরুল কয়েস সবিনয় অনুরোধ জানিয়েছেন।