আগামী ১৬ মার্চ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিছনা গ্রামে বসতে যাচ্ছে ১৬তম এমরুল কয়েস লোক উৎসব। এ উৎসবে বাসিয়া প্রকাশনীর একটি বুক স্টল থাকবে। আগ্রহীরা বাসিয়া প্রকাশনীর বই এ স্টল থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া এ উৎসবে জহুর আলী শাহর গানের বই ‘নেতাই নদীর পাড়ে’ এর মোড়ক উন্মোচন করা হবে।
বাসিয়া প্রকাশনীর বুক স্টলে আপনি আমন্ত্রিত।