গত ১৬ মার্চ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিছনা গ্রামে এমরুল কয়েস লোক উৎসবে জহুল আলী শাহ রচিত গানের বই ‘নেতাই নদীর পাড়ে’ এর মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরতি মহিলা এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানারা রব্বানী।
এ সময় উপ্িস্থত ছিলেন নেতাই নদীর পাড়ে গ্রন্থের লেখক জহুর আলী শাহ, গ্রন্থের প্রকাশক বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, কবি কামরুন নাহার চৌধুরী শেফালী ও প্রভাষক ফজলুল হক দোলন।
মোড়ক উন্মোচনে এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানারা রব্বানী বলেন, সুনামগঞ্জ গানের দেশ, ভাবের দেশ এখানে বাউল সম্রাট শাহ আবদুল করিম সহ অসংখ্য গীতিকারের জন্ম। এ ধারাবাহিকতায় জহুল আলী শাহও একদিন এ অঞ্চলের সুনাম বহে আনবেন এমন প্রত্যাশা করা যায়।
৫০টি গান নিয়ে এবারের একুশে গ্রন্থ মেলায় বই প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ৬০ টাকা।