প্রবাসী কবি আসমা মতিনের মাতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক প্রকাশ

001যুক্তরাজ্য প্রবাসী কবি আসমা মতিনে মা বদরুননেছা বেগম গত ২৭ মার্চ রাত ১১.৩০মি সময় ঢাকার এপোল হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
কবি আসমা মতিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়া, দণি সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খান, গল্পকার হাবিব আহমদ এহসান, এডভোকেট মিজানুর রহমান মিজান, প্রভাষক ইব্রাহিম কয়েস, কবি ও সাবেক কমিশনার নাজনিন আক্তার কনা, কবি আবু জাফর মোহাম্মদ তারেক, কবি কামরুন নেহার চৌধুরী শেফালী, কবি রাশিদা বেগম, কবি ও শিক কানিজ আমিনা কুদ্দুস, প্রভাষক ও ছড়াকার বদরুল আলম খান, প্রভাষক ও কলামিষ্ট জ্যোতিষ মজুমদার, সাংবাদিক শাহ সুহেল আহমদ, কবি সিএম মনসুর, শিল্পী জহুর আলী শাহ, কবি মিজান মোহাম্মদ, ছড়াকার সুব্রত দাশ, কবি এইচ এম আরশ আলী, গল্পকার শাহানারা বেগম ইমা, ক্রীড়াবিদ ও সংগঠক মতিউর রহমান মতি, ছড়াকার মতিউল ইসলাম মতিন, গীতিকার এমরুল কয়েস, চান্দুবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি বিভাংশু গুণ বিভু, কবি আবদুল হান্নান ইউজেটিক্স ও কবি আহমদ আলী হিরন প্রমুখ। তারা মরহুমা আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করেন।

Developed by: