মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগকর্মীদের হাতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ লাঞ্চিত হয়েছেন। বুধবার দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে।
লাঞ্চনার শিকার শিক্ষক আবু হানিফের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, আমার মেয়েকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য অফিস থেকে বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে ফুলের বাগানের পাশে আসলে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা ছাত্রলীগ কর্মী ও তাদের সাথে থাকা বহিরাগতরা ছাত্রছাত্রীদের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি আত্মরক্ষার জন্য প্রসাশনিক ভবনের ভেতরে ঢুকলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, কলেজের আসন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় আমাকে সদস্য করায় শরীর চর্চা শিক্ষিকা নুরুন্নাহার এটি মেনে নিতে পারেননি। এছাড়াও কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দায়িত্ব দেওয়ায় রফি উদ্দনসহ কিছু শিক্ষক আমার বিরুদ্ধে অপপ্রচার চালান এবং ছাত্রলীগ কর্মীদেরকে উসকিয়ে দিয়ে আমাকে কলেজ ক্যাম্পাসে লাঞ্চিত করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলার বিষয়টি শুনে আমি খুব লজ্জিত হয়েছি। এ বিষয়ে শিক্ষক পরিষদের জরুরি সভার আহবান করেছি। সেখানে সকলের পরামর্শক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।
এদিকে এ ব্যাপারে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কলেজ শিক্ষকের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে এমন কোন অভিযোগ এখনও আমার কাছে আসেনি।
সিলেটভিউ২৪ডটকম/এসবিএ/আরআই-কে