আমাদের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। প্রবাসী গীতিকার ও নাট্যকার নেসওয়ার দেশকে ভালোবাসেন বলেই স্বদেশ, মা, মাটি, মানুষকে নিয়ে তার গানের বই ‘স্বদেশ আমার স্বদেশ তোমার’। বইয়ের প্রতিটি লেখা যে কাউকে মাতৃভূমির প্রতি আরো গভীর মমত্ববোধ বাড়িয়ে দিবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। স্বদেশের প্রতি গভীর মমত্ববোধ থাকায় গীতিকারকে আমরা অভিনন্দিত করি।
গীতিকার ও নাট্যকার আশরাফ মাহমুদ নেসওয়ার রচিত ‘স্বদেশ আমার স্বদেশ তোমার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
গত ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বইমেলা মঞ্চে স্বদেশে আমার স্বদেশ তোমার’ গানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দণি সুরমা ডিগ্রি কলেজ অধ্য মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন। অনুষ্ঠানে যোগ দেন দেশের বিশিষ্ট কবি রবীন্দ্র গোপ।
দণি সুরমা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদের সাবলিল উপস্থাপনায় প্রকাশনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও অধ্যাপক শিউল মনজুর। স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশন ও বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
দণি সুরমা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন কবি ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালী, কবি লায়েক আহমেদ নোমান, প্রবাসী সাংবাদিক রহমত আলী, সাবেক কমিশনার ও কবি নাজনিন আক্তার কনা, নাট্যলোক সিলেটের সভাপতি আফজল হোসেন, কবি সুমা জায়গীরদার, গল্পকার হাবিব আহমদ এহসান ও কবি সীয়েম মনসুর প্রমুখ।
উল্লেখ বইটি প্রকাশন করেছে সিলেটের বাসিয়া প্রকাশনী। বইটিতে ৭৬টি গান রয়েছে। বইয়ের প্রচ্ছদ একেছেন সুভাষ চন্দ্র নাথ।