ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ এই পেসারকে দলে নিয়েছে কাউন্টি দল সাসেক্স। এবারের মৌসুমে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলবেন মুস্তাফিজ। খেলবেন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও।

সাসেক্সে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে সাকিব আল হাসান উস্টারশায়ার ও তামিম ইকবাল নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন।

কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মুস্তাফিজ, ‘কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত আমি। ইংল্যান্ডে খেলার লক্ষ্য আমার সব সময়ই ছিল। সাসেক্স এই সুযোগে দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের আস্থার প্রতিদান দিতে পারব।’

মুস্তাফিজকে দলে পেয়ে সাসেক্সের কোচ মার্ক ডেভিসও বেশ আনন্দিত। বাংলাদেশি তরুণ তুর্কিকে প্রশংসায় ভাসালেন তিনি, ‘মুস্তাফিজকে সাসেক্সে পেয়ে আমি সত্যিই বেশ রোমাঞ্চিত। অবিশ্বাস্য সামর্থ্যের এক ক্রিকেটার সে। এই সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। তার ব্যতিক্রমী বোলিংয়ের বৈচিত্রের কারণে তার বিপক্ষে ব্যাট করা খুব কঠিন। আমাদের দলে অসাধারণ সংযোজন সে।’

গত বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন মুস্তাফিজ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে গড়েন রেকর্ড।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও দুর্দান্ত বোলিং করেন তরুণ এই পেসার। প্রথম বাংলাদেশির খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। এরই ধারাবাহিকতায় নাম লেখান পাকিস্তান সুপার লিগে। জায়গা করে নিয়েছেন ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও, খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে খেলেই মে মাসে অনুষ্ঠেয় ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলতে সাসেক্সে যোগ দেবেন মুস্তাফিজ।

তথ্যসূত্র : স্কাই স্পোর্টস।

Developed by: